মঙ্গলবার ২৮ মে ২০২৪ - ১৩:৪৩
আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানি

হাওজা / ইমাম হোসাইন (আ:)-এর হারাম মোতাওয়াল্লী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেখ আব্দুল মাহদি কারবালাই আয়াতুল্লাহ সিস্তানির সাথে সাক্ষাৎ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি এবং ইমাম হোসাইনের মাজারের অভিভাবক শেখ আব্দুল মাহদি কারবালাই আয়াতুল্লাহ সৈয়দ আলী সিস্তানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আয়াতুল্লাহ সিস্তানি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে নাগরিকদের স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধা প্রদানে শেখ কারবালাইয়ের চমৎকার প্রচেষ্টার প্রশংসা করেন।

আয়াতুল্লাহ সিস্তানি কয়েকদিন আগে বাসরা প্রদেশে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পকে স্বাগত জানান এবং শেখ কারবালাইকে ধন্যবাদ জানান এবং তাদের সাফল্য ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha